ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫৩:০৬ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৩ পিএম

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগ্রহ

আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরদিন (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে, কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

 

এছাড়া, নরসিংদী, রূপগঞ্জ, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জনসাধারণকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়