ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জুন, ২০২৪ | ৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন
২৬ জুন, ২০২৪ | ৪:৪২ পিএম
![বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/26/20240626164244_original_webp.webp)
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গায় একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আজ (২৬ জুন) বেলা দেড়টার কিছু আগে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আগুনের বিষয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে৷ এ দিন বেলা ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে৷
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
![বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)