ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ
বেক্সিমকোকে নতুন করে ঋণ দিলো জনতা ব্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:২০ পিএম
![বেক্সিমকোকে নতুন করে ঋণ দিলো জনতা ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/15/20241215114116_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপকে তিন মাসের শ্রমিক বেতন পরিশোধে প্রায় ১৮০ কোটি টাকার নতুন ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনাপত্তি পেয়েছে। সরকারের পরামর্শে এই অনাপত্তি দেওয়া হয়েছে, যদিও বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংকের অন্যতম শীর্ষ ঋণখেলাপি।
জনতা ব্যাংকের কাছে বেক্সিমকো গ্রুপের বর্তমান ঋণ প্রায় ২৩,৩২৮ কোটি টাকা, যা ইতোমধ্যে খেলাপি হিসেবে চিহ্নিত। এই ঋণ ব্যাংকের অনুমোদিত একক গ্রাহক ঋণসীমার প্রায় ১৬ গুণ।
বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, খেলাপি গ্রাহককে নতুন ঋণ দেওয়া নিষিদ্ধ। তদুপরি, কোনো একক গ্রাহককে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫% ঋণ দেওয়ার সীমাবদ্ধতা রয়েছে। তবে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার আওতায়, সরকারের বিশেষ পরামর্শে বাংলাদেশ ব্যাংক এই অনাপত্তি দিয়েছে।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বেতন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে এই ঋণ দেওয়া হচ্ছে। এর আগে জনতা ব্যাংক থেকে দুই মাসের বেতন সহায়তা দেওয়া হয়েছিল। এখন আরও তিন মাসের বেতন পরিশোধে সহায়তা দেওয়ার জন্য নতুন ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
মোট খেলাপি ঋণ ৬০,৪৮৯ কোটি টাকা (ব্যাংকের মোট ঋণের ৬১.৩৯%) প্রভিশন ঘাটতি ৩৯,০৮৬ কোটি টাকা। মূলধন ঘাটতি ৩৩,৯২১ কোটি টাকা ত্রৈমাসিক লোকসান ১,৪৭৪ কোটি টাকা (সেপ্টেম্বর ২০২৩) ব্যাংক পরিচালনায় দৈনিক ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা ধার নেওয়ার প্রয়োজন হচ্ছে। জনতা ব্যাংক পরিস্থিতি মোকাবিলায় পাঁচ বছরের জন্য ৪% সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বিশেষ ধার এবং সরকারের কাছ থেকে ১০,০০০ কোটি টাকা মূলধনী সহায়তা চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ এড়াতে এবং সরকারের পরামর্শে বেক্সিমকো গ্রুপকে এই বিশেষ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে, তবে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বেক্সিমকো গ্রুপের অনিয়মিত ঋণ সমস্যার সমাধানে তাদের ‘বি ক্যাটেগরি’ কোম্পানির সম্পত্তি বিক্রির একটি তালিকা তৈরি করা হয়েছে। একই সঙ্গে ঋণের পুনরুদ্ধার এবং ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
এই পরিস্থিতিতে জনতা ব্যাংকের ঋণ পুনরুদ্ধার এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নীতিগত সমাধানের প্রয়োজনীয়তা বিশেষভাবে প্রাসঙ্গিক।
- ট্যাগ সমূহঃ
- ঋণ
- দিলো
- জনতা ব্যাংক
![বেক্সিমকোকে নতুন করে ঋণ দিলো জনতা ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)