ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৫:৪৯ পিএম

বেক্সিমকোর ছাঁটাই হওয়া ৪০ হাজার কর্মীর চাকরির চেষ্টায় সরকার

১৬ জানুয়ারি, ২০২৫ | ১২:৪ পিএম

বেক্সিমকোর ছাঁটাই হওয়া ৪০ হাজার কর্মীর চাকরির চেষ্টায় সরকার

ছবি: সংগ্রহ

আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কার্যাদেশ কমে যাওয়ার কারণে বেক্সিমকো গ্রুপের ১৬ বস্ত্র ও পোশাক কারখানায় ৪০ হাজারেরও বেশি কর্মীকে গত বছরের ডিসেম্বর মাসে ছাঁটাই করা হয়। সরকারের পক্ষ থেকে এই কর্মীদের পুনর্বাসন ও নতুন কাজের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান, সরকার বেক্সিমকো গ্রুপের ছাঁটাই হওয়া কর্মীদের জন্য কাজের সুযোগ খুঁজছে। এ ছাড়া, সরকার বিদেশি ক্রেতা সংগ্রহের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেজাকে নিযুক্ত করেছে।

 

 

তিনি আরও জানান, ছাঁটাই হওয়া কর্মীরা আগামী মার্চ পর্যন্ত জনতা ব্যাংক থেকে আংশিক বেতন পাবেন। এ ছাড়া, বেক্সিমকোর কারখানা বিক্রি ও পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি স্বাধীন বোর্ড গঠন করেছে। বিএসইসি জানায়, বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালস ও সিরামিক কারখানা লাভজনকভাবে চলছে।

 

 

এদিকে, শ্রম সচিব জানান, সরকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে বেক্সিমকোর ১৬টি বস্ত্র ও পোশাক কারখানার বিক্রি ও পরিচালনার বিষয়টি পর্যালোচনা করার জন্য ২০ জানুয়ারি উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

 

 

বেক্সিমকো গ্রুপের অর্থ ও করপোরেট বিষয়ক বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরী সরকারের উদ্যোগের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন এবং আইনি প্রক্রিয়ায় তারা কারখানা বিক্রির বিরোধিতা করবেন বলে জানান। তিনি দাবি করেন, সরকার যদি বেক্সিমকোকে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার অনুমতি দেয়, তবে তারা আবারও পোশাক রপ্তানি শুরু করতে পারবে।

 

 

এদিকে, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ডেইলি স্টারকে বলেন, বেক্সিমকোর ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বাসন নিয়ে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে, রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোয় এসব কর্মীদের জন্য কাজের ব্যবস্থা করা সম্ভব হবে।

 

 

এছাড়া, বেক্সিমকোর বস্ত্র ও পোশাক কারখানা গাজীপুরে অবস্থিত এবং গত ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি জানায়, কর্মী ছাঁটাই কার্যকর হবে। বেক্সিমকো জানিয়েছে, ছাঁটাই কর্মীদের ৪৫ দিনের বেতন দেওয়া হবে, যা শ্রম আইনের আওতায় আসবে।

 

 

বেক্সিমকো শিল্পগোষ্ঠী বর্তমানে প্রায় ৭০ হাজার কর্মী নিয়ে কাজ করছে, যার মধ্যে ৪০ হাজার কর্মীকে গত ডিসেম্বরে ছাঁটাই করা হয়।

বেক্সিমকোর ছাঁটাই হওয়া ৪০ হাজার কর্মীর চাকরির চেষ্টায় সরকার