ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বেক্সিমকোর ১৬ কোম্পানি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করবে সরকার
১৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৪২ পিএম
![বেক্সিমকোর ১৬ কোম্পানি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করবে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/15/20250115153754_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো গ্রুপের ১৬টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পর সরকারের পক্ষ থেকে এসব কারখানার শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, সরকার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর সঙ্গে আলোচনা করে এই শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
বেক্সিমকো গ্রুপের ১৬টি কারখানার শ্রমিকদের ছাঁটাই করার পর, এসব কোম্পানির বিক্রির পরিকল্পনাও করছে সরকার। গেল বছরের আগস্টে সরকার পতনের পর, বেক্সিমকোর বিদেশি অর্ডার ব্যাপকভাবে কমে যায় এবং একইসঙ্গে দেশের ব্যাংকিংখাত থেকেও তাদের আর্থিক সহায়তা কমে আসে, যার ফলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। এসব কারণে প্রায় ৪০,০০০ শ্রমিক ছাঁটাই হয়ে যান।
এ বিষয়ে উপদেষ্টা কমিটি জানায়, যেসব কোম্পানি ব্যাংক ঋণের মাধ্যমে মর্টগেজ ঋণ নিয়েছে, সেগুলোর সম্পদ অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, ব্যাংক ঋণ ছাড়া যেসব কোম্পানি রয়েছে, সেগুলোর সম্পদ সাধারণ প্রক্রিয়ায় বিক্রির উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, উপদেষ্টা কমিটি কোম্পানিগুলোর প্রকৃত শ্রমিকের সংখ্যা, দায়-দেনা, সম্পদ বিবরণী এবং ব্যাংক ঋণের তথ্য চেয়ে, বিক্রয়/লিজ/হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ৫ জানুয়ারি অনুষ্ঠিত সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে জনতা ব্যাংক এবং আরও দুই মাসের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেক্সিমকো কর্তৃপক্ষ যদি কোম্পানির কার্যক্রম পরিচালনা না করতে পারে, তাহলে এটি বন্ধ করার সিদ্ধান্ত তাদের নিতে হবে এবং শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি আইন অনুযায়ী সমাধান করতে হবে।
এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারেন।
- ট্যাগ সমূহঃ
- বেক্সিমকোর
- কোম্পানি
- ছাঁটাই হওয়া
- শ্রমিকদের
- ব্যবস্থা
- সরকার
![বেক্সিমকোর ১৬ কোম্পানি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করবে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)