ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০১:৫৩ পিএম

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক

১ জানুয়ারি, ২০২৫ | ৩:৪১ পিএম

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের আওতাধীন তিনটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

 


বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড), ড. মো. শাহিনুর ইসলাম (প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট), সৈয়দ রেজাউল করিম (চেয়ারম্যান, বেঙ্গল ওভারসিজ লিমিটেড), সুলতান মাহমুদ বিন জুলফিকার (লেখক ও সাংবাদিক), মোহাম্মদ ফোরকান উদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, এমএম রহমান অ্যান্ড কোং), মির্জা আমিনুর রহমান (ফ্রিল্যান্স কনসালটেন্ট), এম নুরুল আলম (সিইও, এমএনএ অ্যাসোসিয়েট), শেখ নাহার মাহমুদ (চিফ কনসালটেন্ট, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেড)

 

 

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম (কমান্ডার, সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভার)। আনোয়ার হোসেন (ভাইস চেয়ারম্যান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং প্রশাসক, বিজিএমইএ) এই একই ব্যক্তিরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেও স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 

এই কোম্পানিতে পূর্বে নিয়োগপ্রাপ্ত ছয়জনের সঙ্গে যুক্ত হয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী (পরিচালক, সেনা সদর পদাতিক পরিদপ্তর) পরিপ্রেক্ষিত ও প্রয়োজনীয়তা। গত ১১ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৯ ডিসেম্বর বিএসইসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ১৬ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এর অধীনে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

 

 

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোম্পানিগুলোর আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

 


স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসির এ উদ্যোগ পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক