ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ মার্চ, ২০২৫ | ৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বেক্সিমকো গ্রুপে প্রশাসক নিয়োগ বাতিল করলো হাইকোর্ট
১২ মার্চ, ২০২৫ | ৩:৩১ পিএম

ছবি: সংগ্রহ
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকো গ্রুপে নিয়োগ করা প্রশাসক (রিসিভার) বাতিল করেছে হাইকোর্ট। আজ (বুধবার) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ফলে রিসিভার নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত।
তবে আদালত এটাও জানিয়েছে যে, এরই মধ্যে রিসিভার কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলো বৈধ বলে গণ্য হবে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসাগুলোর কার্যক্রম যথাযথভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ১৬৯টি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত।
গত আগস্টে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেয় এবং একটি রুল জারি করে। পরে আপিল বিভাগ শুধুমাত্র বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল করে। আজকের রায়ে অবশিষ্ট ১৬৮টি প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল করা হলো।
রায়ের পর আইনজীবীরা জানান, এই আদেশের ফলে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে। একইসঙ্গে এটি প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর স্বার্থ রক্ষা করবে।
এই রায়ের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি পুনরায় নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার আইনি স্বীকৃতি পেল।
