ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৪ | ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ
বেক্সিমকো ফার্মের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ
২৯ অক্টোবর, ২০২৪ | ১১:৫৭ এএম
![বেক্সিমকো ফার্মের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/29/20241029115614_original_webp.webp)
ছবি: সংগ্রহ
২০২৩-২৪ অর্থবছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মিলিত মুনাফার হার ২৯ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি এই অর্থবছরে মুনাফা অর্জন করেছে ৫৮৬.৬৭ কোটি টাকা।
আরও পড়ুন
এদিকে ওষুধ প্রস্তুতকারক এই কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে তার শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। যা গত অর্থবছরে ছিল ৩৫ শতাংশ।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৩৪ পয়সা।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৪৫২.৪৪ কোটি টাকা। আর প্রতি শেয়ায়ে আয় (ইপিএস) ছিল ১০.২৮ টাকা। চলতি অর্থবছরে যা বেড়ে হয়েছে ১৩.০৭ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের নাম ঘোষণার জন্য ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
![বেক্সিমকো ফার্মের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)