ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪১:০৪ পিএম

বেনাপোলে চলছে পরিবহন ধর্মঘট

২৪ নভেম্বর, ২০২৪ | ৮:৩৫ পিএম

বেনাপোলে চলছে পরিবহন ধর্মঘট

ছবি: সংগ্রহ

অকার্যকর হতে চলেছে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দর। বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বন্দর বাস টার্মিনালের কারণে থাকায় বন্দর এলাকায় তীব্র যানজট থাকতো।

 

এ কারণে আমদানি রফতানি বাধাগ্রস্তসহ ভারত ফেরতগামী পাসপোর্ট যাত্রী ও সাধারণ মানুষ দুর্বিসহ জীবনযাপন করতেন। গণমানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সরকার বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে নির্মাণ করে বাস টার্মিনাল। ২ বছর আগে টার্মিনাল নির্মাণের কাজ শেষ এবং ১ বছর আগে উদ্বোধন হলেও নানা কারণে চালু করা যায়নি বাস টার্মিনালটি।

 

বেনাপোল পৌর কর্তৃপক্ষ যানজট নিরসনে কাগজপুকুর নামক স্থানে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে। যা ২০২৩ সালের ৪ মার্চ উদ্বোধন করা হয়। কোন কারণবশত এটা চালু না হওয়ায় জনসাধারণের ভোগান্তির মাত্রা বেড়েই চলে। এক পর্যায়ে যশোরের জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় প্রশাসনের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের নেতৃত্বে গত ৭ নভেম্বর পৌর বাস টার্মিনালের কার্যক্রম চালু করা হলেও বেঁকে বসেন কলকাতার সাথে পেট্রাপোল থেকে সংযুক্ত ৭/৮ টি পরিবহন কর্তৃপক্ষ।

 

 

এ কারনে তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ বেনাপোল থেকে ১২ কিলোমিটার দুরে নাভারন মোড়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

 

এ ব্যাপারে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমরা তো চেকপোস্টের বাস টার্মিনাল বন্ধ করিনি। বন্দর কর্তৃপক্ষ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টার্মিনালের গেট বন্ধ রেখেছে। টার্মিনালের গেট বন্ধ থাকার কারণে শুক্রবার গভীর রাতে গাড়িগুলোর যাত্রী পৌর বাস টার্মিনালে নামিয়ে দিয়েছিল। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস চেকপোস্টে গেলে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা সৃষ্টি করা হচ্ছে না। তিনি আরো বলেন, একটা সমস্যা হলে তার সমাধানও আছে। বাস মালিকের প্রতিনিধিরা তো আমার সাথে আলোচনা করতে পারতো? তারা এলাকায় একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করেছেন। আলোচনা না করেই বাস বন্ধ রাখছে এটা সঠিক কাজ করেননি।

বেনাপোলে চলছে পরিবহন ধর্মঘট