ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৮:১১:১৩ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫ | ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় পণ্য জব্দ

১৯ জানুয়ারি, ২০২৫ | ১২:৫০ পিএম

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগ্রহ

বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার এবং প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। এই অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ, পান মসলা, সিগারেট ও কসমেটিকস পণ্যসহ চোরাচালানের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আজ রবিবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

বিজিবি জানিয়েছে, শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার পর একটি গামছা ফেলে নদীতে ঝাঁপ দেয়। পরে তারা সাতাঁরকেটে নদী পার হয়ে ভারতে ফিরে যায়। ওই গামছার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

 

 

এছাড়া, বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

 

 

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে এবং দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে।ৃৃ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় পণ্য জব্দ