ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০১:১৫ পিএম

বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

২৬ নভেম্বর, ২০২৪ | ৬:৪৫ এএম

বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সম্পর্কে শুধু রপ্তানি গন্তব্য হিসেবে নয়, একটি উৎপাদনের উৎস হিসেবেও বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্নভাবে বেলজিয়ামের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।  ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানানো হয়।

 

এছাড়া উভয়পক্ষই এনআইসিআরএইচ-বিডি ও বোর্ডেট ক্যান্সার ইনস্টিটিউট-বিই’র মধ্যে একটি এমওইউট-এর পৃষ্ঠপোষকতায় ক্যান্সার গবেষণায় সহযোগিতার আশা প্রকাশ করেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম এবং বেলজিয়াম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মহাপরিচালক জেরোইন কুরেম্যান।

 

এ বছরের জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদ্ধতিগত সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার নিয়ে সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে আলোচনা শুরু হয়।

 

 

বাংলাদেশের কো-চেয়ার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রানী ম্যাথিল্ডের বাংলাদেশ সফর এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা স্মরণ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বেলজিয়ামের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

 

এ প্রসঙ্গে কো-চেয়ার ইউএনএসজিকে প্রধান উপদেষ্টার চিঠি সম্পর্কে অবহিত করেছেন, যাতে ২০২৫ সালের প্রথম দিকে একটি সর্ব-স্টকহোল্ডার বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে।

 

২০২৯ সালের পরেও জিএসপি প্লাস সুবিধা এবং ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষাপটে উত্তরণের পর্যায়ে থাকা দেশগুলোর জন্য অতিরিক্ত ৬ (ছয়) বছরের আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা (আইএসপি)’র জন্য বাংলাদেশ ইইউ’র মাধ্যমে বেলজিয়ামের সমর্থন চেয়েছিল। এই বিষয়ে বেলজিয়াম পক্ষ যথাযথ বিবেচনার আশ্বাস দিয়েছে।

 

উভয়পক্ষই লস অ্যান্ড তহবিলের দায়-দায়িত্ব বাস্তবায়নের সাথে সাথে টেকসই পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনজনিত অস্তিত্বের হুমকি ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন মোকাবিলা করতে একত্রে কাজ করতে সম্মত হয়।

 

পরামর্শ সভায় ইন্দো-প্যাসিফিক, ইউক্রেন যুদ্ধ ও ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে সংঘটিত নৃশংসতা সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

 

উভয়পক্ষই বাংলাদেশ-বেলজিয়াম তৃতীয় রাজনৈতিক পরামর্শ ২০২৫ সালে পারস্পরিক সুবিধাজনক তারিখে ব্রাসেলসে অনুষ্ঠানের ব্যাপারেও সম্মত হয়েছে।

বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে