ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ
বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময় বাড়ালো সরকার
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ এএম
ছবি: সংগ্রহ
বেসরকারি পর্যায়ে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে চাল আমদানি ও বাজারজাত করার সময় ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষদিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানি এবং ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।
হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চালের দাম পাইকারি পর্যায়ে এখন নিম্নমুখী।