ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৪০:৩৭ পিএম

বৈশ্বিক জিডিপি অর্ধেকে নামার আশঙ্কা

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম

বৈশ্বিক জিডিপি অর্ধেকে নামার আশঙ্কা

ছবি: সংগ্রহ

অবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নিলে বৈশ্বিক জিডিপি অর্ধেকে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে বলেছে, কার্যকর পদক্ষেপ না নিলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। 

 

ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজের ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা এই সতর্কবার্তা দিয়েছেন। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দাবানল, বন্যা, খরা, তাপমাত্রা বৃদ্ধি ও ভূমি ধসের মতো বিপর্যয়ের ফলে বৈশ্বিক অর্থনীতির ওপর ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইউনিভার্সিটি অব এক্সেটারের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ।

 

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রথমবারের মতো বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত দেড় ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করেছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র হয়েছে।

 

ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কার্বন নিঃসরণ দ্রুত কমিয়ে আনা, বায়ুমণ্ডল থেকে কার্বন সরানো এবং প্রকৃতিকে পুনরুদ্ধার করার উদ্যোগ নেওয়া না হয়, তবে ২০৯০ সালের আগের দুই দশকে বৈশ্বিক অর্থনীতিতে সম্ভাব্য সবচেয়ে খারাপ আঘাত হবে।
যদি ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বৃদ্ধি পায়, তবে ৪০০ কোটি মানুষের মৃত্যু, রাজনৈতিক বিভাজন, রাষ্ট্রের পতন এবং অর্থনৈতিক সম্পদের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিও থাকবে।

 

প্রতিবেদনের প্রধান লেখক স্যান্ডি ট্রাস্ট। তিনি বলেন, ‘এই পরিস্থিতি এড়ানোর জন্য কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক পূর্বাভাসগুলো ভুল, যেগুলো বলছে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বৈশ্বিক উৎপাদনের মাত্র ২ শতাংশ ক্ষতি হবে। এসব পূর্বাভাস রাজনৈতিক নেতাদের নীতির প্রকৃত ঝুঁকি সম্পর্কে অন্ধ করে রেখেছে।’

বৈশ্বিক জিডিপি অর্ধেকে নামার আশঙ্কা