ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী, সেটা ভাঙা সহজ না
১৯ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৮ এএম
![ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী, সেটা ভাঙা সহজ না](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/19/20241219085800_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবসায়ীরা যারা আছেন, তারা যথেষ্ট শক্তিশালী। তাদের মধ্যে বড় ব্যবসায়ী, মাঝারি, আমদানিকারক, সরবরাহকারী, এজেন্ট—এগুলো মিলে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে; যা ভাঙা সহজ নয়।’ ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী, এমন প্রশ্নের জবাবে গতকাল তিনি এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং করেন অর্থ উপদেষ্টা।
সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ৯ ডিসেম্বর নতুন দাম নির্ধারণ করা হয়। এরপর আরো নয়দিন চলে গেলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। সাংবাদিকদের এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজারের ব্যাপারটার সঙ্গে আমাদের একটু গ্যাপ আছে। নির্ধারিত দামেই বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন যেদিন ৮ টাকা দাম বাড়ানো হয়, তার পরদিন বাজারে অনেক সরবরাহ ছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা হচ্ছে—দাম বাড়ানো হয়েছে, আবার হয়তো বাড়বে।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট কি এতটাই শক্তিশালী, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। তবে সিন্ডিকেট না বলে, ব্যবসায়ী যারা আছেন তারা যথেষ্ট শক্তিশালী। সবাইকে যদি আমরা একসঙ্গে ধরি, তাহলে দেখবেন যে বাজারে এর থেকে আরো বেশি প্রভাব পড়বে। আমরা চাই সবাই ব্যবসা করুক। তবে চাই না অতিরিক্ত লাভ করুক। আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক। যাতে ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যায় যে দেশে সরবরাহ ভালো আছে।’
সরকার পণ্য সরবরাহ নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছি। এতে সয়াবিন তেলের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যত ধরনের নিত্যপণ্য আছে—চাল, ডাল, ছোলা, তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি যাতে বাজারটা আরেকটু সহনীয় থাকে। তবে একটু সময় লাগবে। কারণ এগুলো আমদানি করতে হয়। লোড-আনলোডে সময় লাগে। মূলত আমাদের বাইরের ওপর নির্ভর করতে হয়।’
![ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী, সেটা ভাঙা সহজ না](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)