ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৪ | ৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ইন্টারনেট ব্যান্ডউইথ পেমেন্টের ক্ষমতা: নতুন নির্দেশনা জারি
৩১ অক্টোবর, ২০২৪ | ৯:৫২ এএম
![ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ইন্টারনেট ব্যান্ডউইথ পেমেন্টের ক্ষমতা: নতুন নির্দেশনা জারি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/31/20241031095203_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ইন্টারনেট ব্যান্ডউইথ এবং সংশ্লিষ্ট পরিষেবার আমদানির মূল্য পরিশোধে এখন থেকে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা অনুমোদন নিতে হবে না। তারা নিজস্বভাবে যাচাই-বাছাই করে এই পেমেন্ট করতে পারবে।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। পূর্বের নিয়ম অনুযায়ী, এসব আমদানির দায় পরিশোধের জন্য ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আলাদা অনুমোদন নিতে হতো।
নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, পেমেন্ট করার জন্য ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এর মধ্যে কিছু প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে হবে, যেমন: পরিষেবার জন্য প্রযোজ্য কর্তৃপক্ষ থেকে নেওয়া লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চুক্তির কপি, প্রয়োজনে বিটিআরসি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের কপি, সংশ্লিষ্ট ইনভয়েসের কপি, এবং কর কর্তৃপক্ষের দেওয়া সব প্রযোজ্য কর বা ছাড়ের সার্টিফিকেটের সঙ্গে সম্পর্কিত নথিপত্র।
এছাড়া, ভুল বা অতিরিক্ত রেমিট্যান্সের ক্ষেত্রে প্রেরিত পরিমাণ বাংলাদেশে ফেরত পাঠানোর অঙ্গীকারনামা আবেদনকারী সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন থেকে স্বাভাবিক নিয়মে আমদানির পেমেন্ট করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট পরিষেবার জন্য পেমেন্ট করতে ব্যাংকগুলো নিজেদের যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবে। এতে কাজের গতি এবং ব্যাংকগুলোর দায়বদ্ধতা উভয়ই বৃদ্ধি পাবে।
![ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ইন্টারনেট ব্যান্ডউইথ পেমেন্টের ক্ষমতা: নতুন নির্দেশনা জারি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)