ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ
ব্যাংকগুলোর কাছে বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৫ এএম
![ব্যাংকগুলোর কাছে বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/22/20241222104445_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কিছু ব্যাংকের রেমিট্যান্সের ডলার কেনার অস্বাভাবিক দামের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে তাদের ব্যাখ্যা চেয়েছে। গত বৃহস্পতিবার এক চিঠিতে ব্যাংকগুলোকে আজ রোববার (২২ ডিসেম্বর) মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এক্সচেঞ্জ হাউজ থেকে রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে নির্ধারিত ক্রলিং পেগ মিড রেট (১১৭ টাকা) অমান্য করে অনেক ব্যাংক অতিরিক্ত দামে ডলার সংগ্রহ করেছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত কিছু ব্যাংককে রেমিট্যান্সের ডলার কিনতে খরচ করতে হয়েছে সর্বোচ্চ ১২৭.৭০ টাকা, যা নির্দেশিত রেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা জানিয়েছেন ডলারের অস্থিরতা সৃষ্টি করার পেছনে ১০-১২টি ব্যাংক মূল ভূমিকা পালন করেছে। প্রতিদিন এক্সচেঞ্জ হাউজগুলোর কাছে রেমিট্যান্সের ডলারের জন্য ব্যাংকগুলো বেশি দাম অফার করছে। এসব কার্যক্রমের কারণে এক্সচেঞ্জ হাউজগুলো বাড়তি প্রভাব বিস্তার করছে এবং বাজারকে অস্থিতিশীল করছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, “ব্যাখ্যা চাওয়ার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ডলারের বাজার ডিসেম্বরের শুরু থেকেই অস্থিতিশীল হয়ে উঠেছে। গত দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত সপ্তাহে কিছু ব্যাংকের অস্বাভাবিক রেট অফারের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
১৪ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে ১.৩৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। সর্বাধিক রেমিট্যান্স পেয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক: ২০৮ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক পেয়েছে ১৮৯ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংক পেয়েছে ১২০ মিলিয়ন ডলার। সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক যথাক্রমে ১০০ এবং ৯৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। ব্যাংকগুলোর ব্যাখ্যা পর্যালোচনা করে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রেমিট্যান্স প্রবাহে ভারসাম্য বজায় রাখতে বাজার পর্যবেক্ষণ আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে।
রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর নীতিমালা অমান্য করার বিষয়টি ডলার বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ব্যাংক সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সমস্যার সমাধান এবং ডলার বাজারে শৃঙ্খলা আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।
- ট্যাগ সমূহঃ
- রেমিট্যান্সে
- ডলার
- ব্যাখ্যা
- চেয়েছে
![ব্যাংকগুলোর কাছে বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)