ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৬:৩৪:৫০ এএম

ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন ডলার নিলামে তুলছে ভারত

২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৯ পিএম

ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন ডলার নিলামে তুলছে ভারত

ছবি: সংগ্রহ

ভারতের ব্যাংকিং খাতে চলমান তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার মুদ্রা বিনিময় নিলামে তুলতে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এই উদ্যোগের মাধ্যমে আগামী তিন বছরে প্রায় ৮৭ হাজার কোটি রুপি ব্যাংক খাতে ঢুকবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ব্যাংকিং খাতে বর্তমানে মারাত্মক তারল্য সংকট দেখা দিয়েছে, যার কারণে বাজারে নগদ অর্থের প্রবাহ কমে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে আরবিআই ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্রথম ধাপের নিলামে ১০ বিলিয়ন ডলার বাজারে ছাড়বে, যার বিনিময়ে প্রায় ৮৭০ বিলিয়ন রুপি সংগ্রহ হতে পারে।

 

 

চলতি বছরের শুরুতে আরবিআই ছয় মাসমেয়াদি মুদ্রা বিনিময় নিলামের মাধ্যমে ৫১০ কোটি ডলার বিক্রি করেছিল, কিন্তু এরপরও তারল্য সংকট কাটেনি। বিশ্লেষকরা বলছেন, মার্চ মাসের শেষ নাগাদ আরবিআইকে ব্যাংক খাতে আরও অন্তত ১ ট্রিলিয়ন রুপি অর্থ সরবরাহ করতে হবে।

 

 

তবে বিশ্লেষকদের মতে, এবারের তিন বছরমেয়াদি সোয়াপ নিলাম আগের স্বল্পমেয়াদি রেপো সুবিধার চেয়ে আরও কার্যকর হবে। ব্যাংক অফ বরোদার অর্থনীতিবিদ অদিতি গুপ্তা বলেন, ‘‘তিন বছরমেয়াদি সোয়াপ নিলামের মাধ্যমে আরবিআই সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়ে দিল।’’

 

 

এদিকে, চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো পাঁচ বছর পর রেপো রেট কমিয়েছে আরবিআই, তবে বিশ্লেষকরা মনে করছেন, বাজারে নগদ অর্থের সংকট থাকলে সুদের হার কমানোর বাস্তব প্রভাব কম হবে।

 

 

ভারতের অর্থবিভাগের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘তিন বছরমেয়াদি সোয়াপ স্বল্পমেয়াদি সরকারি বন্ডের জন্য ইতিবাচক এবং এটি বন্ড ইয়েল্ড কার্ভে খাঁড়া গতি আনতে পারে।’’

 

 

চলতি বছরের ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত ভারতের ব্যাংকিং খাতে ১ দশমিক ৭ ট্রিলিয়ন রুপি তারল্য ঘাটতি রয়েছে, যা মার্চে আরও বৃদ্ধি পেতে পারে।

ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন ডলার নিলামে তুলছে ভারত