ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ
ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা
৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৩ এএম
![ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/09/20250109104213_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশে বর্তমানে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। একই সঙ্গে, দেশের রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। তিনি দাবি করেন, ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়।
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে বাণিজ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, "ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই, এটি ভুল তথ্য। রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি আমাদের অর্থনৈতিক অবস্থার শক্তির প্রমাণ।"
টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে কিছু সময় আগে নৈরাজ্য এবং দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছিল। এ বিষয়ে বশিরউদ্দীন বলেন, "প্রথমে এই সমস্যা স্বীকার করে নেওয়া দরকার ছিল, যা আমরা করেছি। এখন আমরা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অনিয়ম দূর করতে কাজ করছি।"
তিনি জানান, বর্তমানে টিসিবির মাধ্যমে ৬৩ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং এর মাধ্যমে ক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
আলুর দাম নিয়ে উত্তেজনা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, "বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে রয়েছে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে, এখন দাম সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং আরও কমবে।"
তিনি আরও জানান, আলুর দাম বাড়ার ফলে চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে, যা আগামীতে আলু ও পেঁয়াজের দাম সহনীয় রাখবে। তিনি বলেন, "এ বছর আলু এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে, এবং বছরের শেষে সরকার প্রয়োজনীয় মজুত তৈরি করবে।"
এ সময় চালের বাজারও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন বশিরউদ্দীন। তিনি জানান, "বাজারে চালের কোনো ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনে কোনো সমস্যা নেই, এবং আমরা আমনের ভরা মৌসুমে রয়েছি। বর্তমান দামকে অযৌক্তিক মনে হচ্ছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আশা করছি, দাম কিছুদিনের মধ্যে নেমে আসবে।"
ব্যাংকগুলোর ডলার সংকট, পণ্যের দাম বৃদ্ধি, এবং টিসিবির কার্যক্রম বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একাধিক আশ্বাস দেন যে, সরকার এসব বিষয় সমাধানের জন্য কাজ করছে এবং দেশের বাজার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে।
![ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)