ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬ হাজার কোটি টাকা
২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৩৪ পিএম
![ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129163440_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ও ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তার কারণে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সরকারের ব্যাংক ঋণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ২২ জানুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা।
তবে, চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ধীরগতিতে বেড়েছে। এই অর্থবছরের জন্য সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার প্রায় ৭৪ হাজার ৪২০ কোটি টাকা ঋণ নিয়েছে এবং একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে ৫৮ হাজার ৬৬১ কোটি টাকার বেশি পরিশোধ করেছে। সরকার সাধারণত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সরকার সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ সুবিধা বন্ধ করে দিয়েছে, ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে। ২০২৩ সালের নভেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৭.৬৬ শতাংশ, যা ২০২১ সালের মে মাসের পর সবচেয়ে কম। ঋণগ্রহণের জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের আগ্রহ কম হওয়ায় ব্যাংকগুলোতে টাকা জমে আছে এবং তারা এই টাকা সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে।
- ট্যাগ সমূহঃ
- ব্যাংক
- থেকে
- সরকারের ঋণ
![ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)