ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪৭:৪২ পিএম

ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না অনুমতি

১ নভেম্বর, ২০২৪ | ২:০ পিএম

ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না অনুমতি

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইথ এবং সংশ্লিষ্ট সেবা আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য আমদানির প্রক্রিয়া সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোকে বিদেশে অর্থ পরিশোধের জন্য এখন থেকে কেবল বৈধ লাইসেন্স, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে চুক্তির কপি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নিয়ন্ত্রক অনুমোদনের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। এই কাগজপত্রগুলি সংশ্লিষ্ট আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

 

এছাড়াও, ব্যাংকগুলোকে প্রাসঙ্গিক চালান ও কর প্রদানের প্রমাণ সংগ্রহ করতে হবে। আবেদনকারীর কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেয়া হবে, যাতে উল্লেখ থাকবে যে ভুল বা অতিরিক্ত টাকা দেয়ার ক্ষেত্রে বাকি টাকা দেশে ফিরিয়ে আনা হবে।

 

এই উদ্যোগের ফলে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এটি ব্যান্ডউইথ ও এ সম্পর্কিত পরিষেবা আমদানির প্রক্রিয়া সহজ করবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি আনবে।

 

বাংলাদেশ ব্যাংক আরো একটি প্রজ্ঞাপন জারি করে পণ্য ও সেবা সরবরাহের জন্য দরপত্র আহ্বান করেছে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বাংলাদেশের সরবরাহকারীদের পক্ষে গ্যারান্টি ইস্যু করার অনুমতি দেয়া হয়েছে। এই ক্ষেত্রেও ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না।

 

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন এই বিধি ব্যবসায়িক লেনদেনকে সহজ করবে এবং বিদেশি ঠিকাদারদের পক্ষে স্থানীয় সরবরাহের বিপরীতে রপ্তানি ও অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রচারে সহায়তা করবে।

ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না অনুমতি