ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৩৩:২৭ এএম

ব্রাজিলে পূর্বাভাসের চেয়ে কম উৎপাদন হয়েছে চিনি

২ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০ এএম

ব্রাজিলে পূর্বাভাসের চেয়ে কম উৎপাদন হয়েছে চিনি

ছবি: সংগ্রহ

ব্রাজিলের প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় গত মাসের প্রথমার্ধে চিনি উৎপাদন পূর্বাভাসের থেকে কমে গেছে। দেশটির শিল্পগোষ্ঠী ইউএনআইসিএ জানিয়েছে, এ সময় অঞ্চলগুলোয় মোট ৩১ লাখ ১০ হাজার টন চিনি উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২ শতাংশ কম।

 

ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক। দেশটির সাও পাওলো, পারানা ও মিনাস জেরাইস প্রধান চিনি উৎপাদন অঞ্চল। ইউএনআইসিএ জানিয়েছে, এসব অঞ্চলে গত মাসের প্রথমার্ধে আখ মাড়াই ৮ দশমিক ৬ শতাংশ কমে ৪ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টনে নেমে গেছে। একই সময়ে ইথানল উৎপাদন ২ দশমিক ১৯ শতাংশ কমে ২৩০ কোটি লিটারে দাঁড়িয়েছে।


এর আগে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের জরিপে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, গত মাসের প্রথমার্ধে ৩২ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদন হতে পারে। অন্যদিকে আখ মাড়াইয়ের পরিমাণ ৪ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টনে দাঁড়াতে পারে। তবে বাস্তবে উৎপাদন ও মাড়াই পূর্বাভাসের চেয়ে কম হয়েছে।


আগস্টের শুরুতে করা মূল্যায়ন শেষে ইউএনআইসিএ জানিয়েছে, ব্রাজিলে আখের গড় ফলন প্রতি হেক্টরে ৮ কোটি ৬৬ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ কম।

 

শিল্পগোষ্ঠীটি জানিয়েছে, সম্প্রতি ব্রাজিলের প্রধান আখ উৎপাদন অঞ্চলগুলোয় দাবানলের ঘটনা ঘটে। পরবর্তী দুই সপ্তাহে এর প্রভাব দেখা গেছে। তবে আখ মাড়াই কম হওয়ার সঙ্গে দাবানলের কোনো সম্পর্ক নেই।

ব্রাজিলে পূর্বাভাসের চেয়ে কম উৎপাদন হয়েছে চিনি