ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:১৫:১০ পিএম

ব্রিকস সদস্যদের শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব রাশিয়ার

২২ অক্টোবর, ২০২৪ | ৮:৫৭ এএম

ব্রিকস সদস্যদের শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব রাশিয়ার

ছবি: সংগ্রহীত

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোকে একটি শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ প্রস্তাবকে দেশটির আন্তর্জাতিক খাদ্যমূল্যে নিয়ন্ত্রণ বাড়ানোর প্রয়াস হিসেবে দেখছেন অনেকেই।


বিজনেস রেকর্ডারের রোববার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত একটি নথিতে বলা হয়েছে, ‘পণ্যের কার্যকর, বিঘ্নহীন ও সীমান্ত পারাপারে স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে ব্রিকস গ্রেইন এক্সচেঞ্জের আওতায় একটি শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব করছে রাশিয়া।’


রাশিয়ার প্রস্তাবে আন্তর্জাতিক মূল্যনির্ধারণের বিকল্প হিসেবে একটি ব্রিকস মূল্যনির্ধারণ সংস্থার তৈরির সুপারিশও করা হয়েছে। এটি মূলত বাজার বিশ্লেষণ ও মূল্যনির্ধারণ পদ্ধতি প্রদান করবে।

নথিতে বলা হয়েছে, এ ব্যবস্থা স্বাধীন মূল্যনির্ধারণ নিশ্চিত করবে এবং ব্রিকস অর্থনীতির সার্বভৌমত্ব শক্তিশালী করবে।

এছাড়া এ প্রস্তাবে ভবিষ্যতে অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও স্বর্ণের জন্য ব্রিকস শস্য বাণিজ্য মেকানিজম সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হয়েছিল। বর্তমানে এ জোটে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতও অন্তর্ভুক্ত।

ব্রিকস সদস্যদের শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব রাশিয়ার