ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৩:০২:৩১ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১০ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

ছবি: সংগ্রহ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে, যার ফলে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে এই ইউনিটটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে, তাপবিদ্যুৎকেন্দ্র থেকে আর কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

 

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ১ নম্বর ইউনিটের বয়লার টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে এই ইউনিট থেকে উৎপাদন শুরু হবে।

 

 

এদিকে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম। ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি, ৩ নম্বর ইউনিটও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। সেসময় ১ নম্বর ইউনিটটি চালু ছিল, কিন্তু মঙ্গলবার ১ নম্বর ইউনিটে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় সেটিও বন্ধ হয়ে যায়, ফলে পুরো তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম থেমে গেছে।

 

 

তবে কর্তৃপক্ষ আশা করছে, আগামী এক সপ্তাহের মধ্যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কার্যক্রম আবারও শুরু হবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ