ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ মে, ২০২৪ | ৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত চালু হবে এলিভেটেড রেললাইন
৪ মে, ২০২৪ | ৩:১৭ পিএম
![ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত চালু হবে এলিভেটেড রেললাইন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/04/20240504151748_original_webp.webp)
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, দুই মাসের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনা হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত নতুন ট্রেনলাইন চালু হবে। আর ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত আরেকটি রেললাইন চালু হবে। এটি আটটি জেলাকে সংযুক্ত করবে এবং পুরো লাইনটিই হবে এলিভেটেড।
এ অঞ্চলের মাটি ভালো না, তাই এখানে জমির ওপর দিয়ে ট্রেন যথোপযুক্ত হবে না। সে কারণে পুরো রেললাইন হবে এলিভেটেড বা ওপর দিয়ে।
আজ (৪ মে) ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো রেল। এটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনা হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত নতুন ট্রেনলাইন চালু হচ্ছে আগামী দুই মাসের মধ্যে।
তিনি বলেন, এই দুটো লাইন চালু হয়ে গেলে ভাঙ্গা, শিবচর- এসব অঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এছাড়া আমরা ডিভিশনগুলো একপেশে করতে চাই না। সমন্বিতভাবে, সব অঞ্চলের লোকজন যাতে পায় সেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি।
![ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত চালু হবে এলিভেটেড রেললাইন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)