ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪৩:২৯ এএম

ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ

৭ ডিসেম্বর, ২০২৪ | ৪:২৭ পিএম

ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ

ছবি: সংগ্রহ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করেছে। বিটিআরসি জানিয়েছে, এই ট্রানজিটের ফলে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে।

 


ভারতীয় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আবেদন করেছিল। আখাউড়া সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরাসহ সেভেন সিস্টার্স অঞ্চলে এই সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল।

 


বিটিআরসি জানায়, এ ধরনের ট্রানজিট সুবিধা দেওয়ার কোনও গাইডলাইনের বিধান নেই। সংস্থাটি মনে করে, ট্রানজিটের কারণে ভারতের টেলিকম হাব হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি হবে, যা বাংলাদেশের আঞ্চলিক গুরুত্বকে হ্রাস করতে পারে। এ ছাড়াও, গুগল, মেটা, অ্যামাজনের মতো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের (সিডিএন) জন্য পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) হিসেবে বাংলাদেশের সম্ভাবনা বাধাগ্রস্ত হবে।

 


ফাইবার অ্যাট হোমের প্রধান টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির বলেন, "বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে উপকৃত হতে পারে। তবে এতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোরই বেশি লাভ হবে।" অন্যদিকে, ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেন, "বাংলাদেশ নিছক একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হবে এবং সরকার রাজস্ব হারাবে।"

 


বাংলাদেশ সাবমেরিন কেবলস (বিএসসি) বর্তমানে দেশের ব্যান্ডউইথ চাহিদার বড় অংশ সরবরাহ করলেও ব্যবহৃত হয় মাত্র এক-তৃতীয়াংশ। এ অবস্থায় নতুন ট্রানজিট সংযোগ বিএসসির অব্যবহৃত ব্যান্ডউইথের জন্য ঝুঁকি সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিটিআরসি।

 


বাংলাদেশের টেলিকমিউনিকেশন নীতি ও দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থান রক্ষার লক্ষ্যে এই প্রস্তাব বাতিল করা হয়েছে। বিটিআরসি মনে করে, আঞ্চলিক হাব হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক সংযোগ আরও শক্তিশালী করা উচিত।

ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ