ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০২:০৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ১১:২০ এএম

অনলাইন সংস্করণ

ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

২৬ নভেম্বর, ২০২৪ | ১১:২০ এএম

ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি: সংগ্রহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলাকালে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ একটি বড় চ্যালেঞ্জ। এই অনুপ্রবেশ প্রতিরোধে ভারত সরকারকে আগে থেকেই জানানো এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দিয়েছেন।

 

সোমবার (২৫ নভেম্বর) মৎস্য অধিদপ্তরে আয়োজিত ‘বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধকালীন সময় পুনঃনির্ধারণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

 

তিনি জানান, মৎস্য গবেষণা, কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত একটি কমিটি গঠন করা উচিত। প্রজননের সঠিক সময় নির্ধারণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

উপদেষ্টা বলেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ ডিম ছাড়ার পর বড় হওয়ার সুযোগ দিতে হবে। এটি আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব। একদিকে জেলেদের সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে মাছ রক্ষা করা, উভয়ই গুরুত্বপূর্ণ।"

 

 

বাজারে মাছের সরবরাহ থাকা সত্ত্বেও ইলিশের দাম না কমার বিষয়ে তিনি বলেন, "সরবরাহ, বিপণন, সংরক্ষণ সবকিছু মিলে এর প্রভাব পড়ে। জনগণের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করা আমাদের দায়বদ্ধতা।"

 

 

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম সফল করতে মাছ ধরার জাল নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে অবৈধ জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মুন্সিগঞ্জসহ বিভিন্ন জায়গায় এসব ফ্যাক্টরির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হচ্ছে।

 

 

উপদেষ্টা শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, যেন অবৈধ জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো লাইসেন্স না দেওয়া হয়। একইসঙ্গে সমুদ্রের সার্বভৌমত্ব রক্ষা করে মাছ আহরণ এবং মৎস্যজীবীদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

 

 

কর্মশালার বক্তারা বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন এবং জাটকা সংরক্ষণের মতো প্রজননকালীন মাছ সংরক্ষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। এ ধরনের উদ্যোগ সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে মৎস্য আহরণ বৃদ্ধি করবে।

ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরছে: প্রাণিসম্পদ উপদেষ্টা