ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৫:৩৭:৫৯ পিএম

ভারতীয় রুপির আরও দরপতন

১১ জানুয়ারি, ২০২৫ | ২:৪৪ পিএম

ভারতীয় রুপির আরও দরপতন

ছবি: সংগ্রহ

ভারতীয় রুপি আবারও দরপতনের নতুন রেকর্ড করেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৯৭, যা ভারতীয় মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন পর্যায়। মার্কিন মুদ্রার শক্তিশালী হওয়া, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতার কারণে রুপির দাম আরও কমে যায়।

 

 

গত বছরের শেষ দিক থেকেই রুপির দরপতন শুরু হয় এবং একাধিক দফায় এটি আরো কমে গিয়ে নতুন নতুন রেকর্ড ভাঙতে থাকে। এর মধ্যে মাত্র এক দিন আগে সংবাদ সংস্থা রয়টার্স একটি সমীক্ষা প্রকাশ করে, যেখানে আশঙ্কা করা হয়েছিল যে রুপি ৮৬-তে নেমে যেতে পারে। তবে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রুপি তার দরপতন ঘটিয়ে প্রায় ৮৬-এর কাছাকাছি চলে আসে।

 

 

রুপির দরপতনের প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর। বৈদেশিক মুদ্রা লেনদেন বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া ছাড়াও, রুপির এই পতন ভারতের আমদানি-রপ্তানি খাত ও বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনার খরচে বাড়তি চাপ সৃষ্টি করছে। এতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা আরো বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন।

 

 

এদিকে, রুপি দরপতনে শেয়ারবাজারেও পতন অব্যাহত রয়েছে, যা ভারতের অর্থনীতির জন্য আরও একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে।

ভারতীয় রুপির আরও দরপতন