ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৭ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল কিনবে বিপিসি
২৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৭ পিএম
![ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল কিনবে বিপিসি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/28/20250128150705_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৫ সালের মধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ১.৩০ লাখ মেট্রিক টন ডিজেল কেনার প্রস্তুতি নিচ্ছে বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান সোমবার (২৭ জানুয়ারি) দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন যে, বোরো ধানের চাষের জন্য সেচের চাহিদা মেটাতে সংস্থাটি জুনের মধ্যে ৭০,০০০ মেট্রিক টন (এমটি) পর্যন্ত ডিজেল আমদানি করার পরিকল্পনা করছে।
আহসান বলেন, "সরকার আন্তর্জাতিক হারের ভিত্তিতে প্রতি ব্যারেল ৫.৫০ ডলার প্রিমিয়াম ধরে শুল্ক নির্ধারণ করবে।" "আমরা নুমালিগড় রিফাইনারির সাথে প্রিমিয়াম নিয়ে পুনরায় আলোচনা করার পরিকল্পনা করছি।"
তিনি আরও উল্লেখ করেন যে, সমুদ্রপথে পণ্য পরিবহনের মাধ্যমে সংগ্রহের ক্ষেত্রে ডিজেল আমদানির জন্য অতিরিক্ত খরচ হবে প্রতি ব্যারেলে ২ ডলার।
পাবলিক পারচেজ সংক্রান্ত উপদেষ্টা কমিটি মঙ্গলবার নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বছরব্যাপী ডিজেল সংগ্রহের পরিকল্পনা অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।
আহসান আরও বলেন যে, সরকার ইতিমধ্যে স্থানীয় চাহিদা মেটাতে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং বিপিসি সরবরাহ নিশ্চিত করতে আইটিএফসি ঋণ থেকে প্রায় ১.৬ বিলিয়ন ডলার সংগ্রহ করবে।
![ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল কিনবে বিপিসি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)