ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়
২৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম
![ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/29/20241229121046_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠককে গোপনীয় আখ্যা দেওয়া ভুল হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘‘এ বৈঠক সম্পর্কে আমরা অবগত এবং এটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।’’
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গত ৯ ডিসেম্বর ঢাকায় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নামক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসেন। সফরকালে তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক দুই দেশের মধ্যে নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা কেন্দ্রিক ছিল।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘এ ধরনের বৈঠকগুলো দুই দেশের স্বার্থের সমন্বয় এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনোভাবেই গোপন বা অসাধারণ ঘটনা নয়।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে, যা কূটনৈতিক ও সামরিক উভয় স্তরেই সুদৃঢ়। এই বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
‘‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’’ শীর্ষক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ একটি ক্রমবর্ধমান কৌশলগত অবস্থানে রয়েছে। তাই আমাদের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে।’’
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারতের উদ্বেগ এই ধরনের বৈঠকের পেছনের মূল কারণ হতে পারে। ভারতের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক ঢাকা সফর তারই একটি অংশ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশই আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করছে। সেনাপ্রধান ও পররাষ্ট্রসচিবের বৈঠক এই সহযোগিতারই একটি উদাহরণ।
এ ধরনের বৈঠক বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তারা সতর্ক করেছেন, এই সহযোগিতার মাধ্যমে কোনো পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ যেন তৈরি না হয়।
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠককে স্বাভাবিক এবং প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এ ধরনের সংলাপ ও বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের স্বার্থের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’ বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে এ ধরনের বৈঠক ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
![ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় নয়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)