ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৮:৪০ পিএম

ভারতের পুঁজিবাজারে পতন অব্যাহত

২১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৪ পিএম

ভারতের পুঁজিবাজারে পতন অব্যাহত

ছবি: সংগ্রহ

ভারতের পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত। বৃহস্পতিবারের মতো গতকাল শুক্রবার সকালেও মূল সূচকগুলো চলে গেল রেডজোনে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে নিম্নগামী হল বাজারের মূল সূচকগুলো। শুক্রবার সকাল ১১টা ২৯ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ২৭ শতাংশ বা ২০৫ দশমিক ২১ পয়েন্ট কমে হয় ৭৯ হাজার ১২ দশমিক ৮৯। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় শূন্য দশমিক ২৯ শতাংশ বা ৬২ দশমিক ৬২ পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল ২৩ হাজার ৮৮৯ দশমিক ৮১-এর স্তরে। এদিন নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সকালের ট্রেডে অধিকাংশ সেক্টরের সূচক ছিল নিম্নগামী।

 

সবচেয়ে বেশি পতন হয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, এবং নিফটি কনজাম্পশনের সূচকে। এগুলি যথাক্রমে শূন্য দশমিক ৩৬, শূন্য দশমিক ০৮, শূন্য দশমিক ১৮, শূন্য দশমিক ৬৪, শূন্য দশমিক ০১, শূন্য দশমিক ৭১, শূন্য দশমিক ৩৭, শূন্য দশমিক ০৪, শূন্য দশমিক ৪১, শূন্য দশমিক ১২, শূন্য দশমিক ১৪ এবং শূন্য দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়েছিল।
অন্যদিকে, এদিন সকালের ট্রেডে ঊর্ধ্বগতিতে ছিল নিফটি আইটি, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক।

 

মুনাফার নিরিখে শীর্ষে ছিল নিউজেন সফটওয়্যার টেকনোলজিস, ডেটা প্যাটার্নস (ইন্ডিয়া), অ্যাস্টার ডিএম হেলথকেয়ার, ড. রেড্ডি’স ল্যাবরেটরিজ, গো ডিজিট জেনারেল ইন্সুরেন্স, কার্বোরান্ডাম ইউনিভার্সাল, ইউনো মিন্ডা, টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, অনন্ত রাজ এবং বিকাজি ফুডস ইন্টারন্যাশনালের শেয়ার। এ বিষয়ে চয়েস ব্রোকিংয়ের ডেরিভেটিভ অ্যানালিস্ট হার্দিক মাতালিয়া বলেন, বাজার নিম্নগামী হয়ে শুরু হয়েছে। এই মুহূর্তে নিফটির সাপোর্ট লেভেল রয়েছে ২৩ হাজার ৮৫০ পয়েন্ট। এর পরবর্তী সময়ে সাপোর্ট রয়েছে ২৩ হাজার ৭০০ এবং ২৩ হাজার ৮০০ পয়েন্ট। উপরের দিকে, এই সূচকের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ২৪ হাজার ১০০ পয়েন্ট। এর পরবর্তীকালে রেজিস্ট্যান্স রয়েছে যথাক্রমে ২৪ হাজার ২০০ এবং ২৪ হাজার ৩০০ পয়েন্টে।

ভারতের পুঁজিবাজারে পতন অব্যাহত