ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৪:৫৬ পিএম

ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন নেই

২২ নভেম্বর, ২০২৪ | ৭:২০ এএম

ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন নেই

ছবি: সংগ্রহ

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো টানাপড়েন নেই। দেশটি থেকে নিয়মিত চাল, আলু, ডিমসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারে গতকাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ কথা বলেন।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‌সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে নিত্যপণ্যের দাম কমছে না। এজন্য সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু পণ্যে শুল্ক কমানোর ফলে কিছুটা দাম কমেছে। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।’


শেখ বশিরউদ্দিন বলেন, ‘‌আমদানির ক্ষেত্রে ভারত-পাকিস্তান কিংবা চীন দেখা হবে না। কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন নেই বাংলাদেশের। বাণিজ্য উদারনীতিতে চলমান থাকবে।’

 

তিনি জানান, ‌ভোক্তাদের স্বস্তি দিতে ঢাকা মহানগরীতে ৫০টি স্থানে ট্রাকে করে আলু বিক্রি শুরু হয়েছে। ভোক্তাদের জন্য ৪০ টাকা দরে জনপ্রতি ৩ কেজি করে আলু বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রয়োজনে পরিধি আরো বাড়ানো হবে।

 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন আছে কিনা, বাণিজ্য উপদেষ্টার কাছে তা জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের টানাপড়েন নেই। ভারত থেকে নিয়মিত চাল, আলু, ডিমসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।’

 

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘আজকের বাজারে নিত্যপণ্যের যে মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে তার অনেকটা সমাধান করা সম্ভব। সরবরাহ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে রাত-দিন কাজ করছি। পণ্যের উৎপাদন, আমদানি ও মজুদ নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করছি। বিশেষ করে রমজান মাস সামনে রেখে পণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিতে কাজ করছি।

 

মূল্যস্ফীতি কমাতে কিছু তাৎক্ষণিক ও কিছু দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দাম বেড়ে যাওয়ার পর আমরা টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আলু বিক্রি শুরু করেছি। পাশাপাশি আলু আমদানির অনুমোদনও দেয়া আছে। এসব তাৎক্ষণিক পদক্ষেপ।’

 

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতায় খেজুর, চিনি, সয়াবিন তেল, ডিমসহ আরো কিছু পণ্যের আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমানো হয়েছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে, এটা মেনে নিয়েই শুধু পণ্যমূল্যের স্থিতিশীলতা আনার জন্য এসব শুল্ক কমানো হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।

ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন নেই