ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৩৫:৫৬ এএম

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না

৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৫ এএম

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না

ছবি: সংগ্রহ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে কমার্শিয়াল ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বস্তিতে থাকবে। তবে সম্প্রতি সয়াবিনের দাম বাইরে অনেক বেড়ে গেছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

ভারতের সঙ্গে চলমান ইস্যুতে বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে বা বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করা হবে কি না তা কোনো বিষয় নয়। তবে যারা প্রতিযোগিতা মূল্যে দ্রুত ও গুণগত মানের পণ্য দেবে তাদের থেকেই নেব। এগুলো কোনো রাজনীতির বিষয় নয়।

 

বাংলাদেশে ভারত কোনো কিছু রফতানি করবে কি না অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই বিষয়গুলো কূটনীতিকরা দেখবেন। তবে ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়। এসব উৎপাদিত পণ্য যখন অতিরিক্ত থাকবে তারা তাহলে কোথায় বিক্রি করবে?

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আরও একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে হ্যাঁ, সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আমরা আমদানি করছি। আবার আমদানি শুল্ক কমানো হয়েছে। সয়াবিন তেলের সমস্যা হচ্ছে, বাইরে সয়াবিন তেলের দাম বেড়ে গেছে।

 

উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কম থাকবে। ভোক্তারা স্বস্তি পাবেন। মুশকিল হচ্ছে, সিন্ডিকেট কিন্তু সর্বত্র রয়েছে। সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না