ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ২:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৯ জানুয়ারি, ২০২৫ | ২:৪২ পিএম
![ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129143224_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। তিনি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সম্মেলনে ভারত-বাংলাদেশ সম্পর্কের আস্থা পুনরুদ্ধারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে। তিনি সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধ করার পাশাপাশি, বর্ডার লাইনের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা অন্য কোনো নির্মাণ কাজ নিয়ম মেনে করার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়টি নিয়েও আলোচনার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ভারতের অভিন্ন নদীগুলোর পানি প্রত্যাহার এবং ফেনী অঞ্চলে ভারতের বর্জ্য ব্যবস্থাপনা বন্ধের প্রস্তাবও তোলা হবে।
আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। সম্প্রতি সীমান্তের কিছু অংশে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
![ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)