ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
অনলাইন সংস্করণ
ভারতে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
![ভারতে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/10/20250210150444_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতে গত সপ্তাহে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। নতুন মৌসুমের সরবরাহ বৃদ্ধি ও ডলারের বিনিময়ে রুপির বিনিময় হার কমে যাওয়ায় পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। অন্যদিকে ভিয়েতনামেও ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন দামে চাল বেচাকেনা হয়েছে।
ভারতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪১৮-৪২৮ ডলার, আগের সপ্তাহে যা ছিল ৪২৯-৪৩৫ ডলার। অন্যদিকে এ সময় ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চাল ৩৯৫-৪০৫ ডলারে বেচাকেনা হয়েছে।
ভারতের শীর্ষ চাল রফতানিকারক কোম্পানি সত্যম বলাজীর নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, ‘ক্রেতাদের চাল ক্রয়ের আগ্রহ রয়েছে। তারা চালের দাম আরো কমে যাওয়ার অপেক্ষায় আছেন।’
এদিকে শীর্ষ রফতানিকারক দেশটিতে চালের মজুদ জানুয়ারির শুরুতে রেকর্ড ৬ কোটি ৯ লাখ টনে পৌঁছেছিল, যা সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় আট গুণ বেশি।
ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪০৪ ডলারে বেচাকেনা হয়েছে। দুই সপ্তাহ আগে যা ছিল ৪১৭ ডলার। ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশন জানায়, এশিয়ার বিভিন্ন বাজার কিছুদিন চান্দ্র নববর্ষের কারণে বন্ধ ছিল। তবে হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ীর মতে, ছুটির পরও বাণিজ্যিক কার্যক্রম ধীরগতিতে চলছে।
ভিয়েতনামের সরকারি তথ্যানুযায়ী, দেশটি জানুয়ারিতে ৫ লাখ ২৭ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি। তবে জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস জানায়, জানুয়ারিতে চাল রফতানি আয় ৫ দশমিক ৬ শতাংশ কমে ৩২ কোটি ৫০ লাখ ডলারে নেমে আসে।
থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪১৫-৪২০ ডলারে নেমে এসেছে, আগের সপ্তাহে যা ছিল ৪৫০-৪৫৫ ডলার। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘স্থানীয়ভাবে দাম কমে যাওয়ায় এমন দরপতন ঘটেছে। এছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলো আমদানি স্থগিত করেছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা এখনো দাম প্রবণতায় লক্ষ্য রাখছেন।’
![ভারতে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)