ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারতে বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত চিকিৎসকদের
৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩২ এএম
![ভারতে বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত চিকিৎসকদের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/05/20241205092029_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে এবং তাদের হয়রানি না করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। পশ্চিমবঙ্গের আইএমএ সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসা সেবা বন্ধ করার মাধ্যমে ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই সমস্যায় ফেলা যাবে না বলে জানান তারা। এর পাশাপাশি চিকিৎসকদের আরো মানবিক হতে আহ্বান জানিয়ে তারা বলেন, "রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্ক আরো মজবুত করতে হবে।"
চলমান অস্থিরতার কারণে বাংলাদেশের রোগীরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি ভারতের মেডিক্যাল ট্যুরিজমেও আর্থিক ক্ষতি হচ্ছে বলে আইএমএর পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশি রোগীদের সাহায্য করতে দ্রুত একটি হেল্পলাইন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, দুই দেশের ব্যবসায় যাতে কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে সতর্ক করেছেন বেঙ্গল চেম্বার অব কমার্স। সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, "দুই দেশের সম্পর্ক উন্নত রাখতে হবে। রাজনৈতিক উত্তেজনা ব্যবসায়িক সম্পর্কের ক্ষতি করা উচিত নয়।"
সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না। এই ঘোষণার তীব্র সমালোচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "চিকিৎসকের প্রধান দায়িত্ব হলো রোগীকে সুস্থ করা। চরম শত্রুর সঙ্গেও চিকিৎসক এমন আচরণ করতে পারেন না।"
বাংলাদেশি রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানিয়ে আইএমএ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে।
ভারত-বাংলাদেশের এই ঐতিহাসিক সম্পর্কের সংকট নিরসনে দু'পক্ষের মানবিক এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
![ভারতে বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত চিকিৎসকদের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)