ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ
ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি
৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৫২ এএম
![ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108115234_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সম্প্রতি তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
ভারতে শরণার্থী বা অ্যাসাইলামের কোনো সুনির্দিষ্ট আইন নেই। এ কারণে শেখ হাসিনার অ্যাসাইলাম মঞ্জুরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ভারতীয় সূত্র। সূত্রটি আরও জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ভিত্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৩ ডিসেম্বর চিঠি পাঠানো হলেও ভারতের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। গুম এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর মধ্যে ৭৫ জন গণহত্যায় এবং ২২ জন গুমে জড়িত বলে অভিযোগ আনা হয়েছে।
ভারতের অবস্থান এবং শেখ হাসিনার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি এবং তাকে ফেরত আনার প্রচেষ্টা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। বিষয়টি কিভাবে সমাধান হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন ঢাকায় এবং দিল্লিতে।
![ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)