ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
ভারতে সরকারি ব্যাংকে রেকর্ড মুনাফা
১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:১১ পিএম
![ভারতে সরকারি ব্যাংকে রেকর্ড মুনাফা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/17/20241217121148_original_webp.webp)
ছবি: সংগ্রহ
২০২৪-২৫ অর্থবছরে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ (এসবিআই) সরকার নিয়ন্ত্রিত পাবলিক সেক্টর ব্যাংক (পিএসবি) আরো একটি শক্তিশালী বছরের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) এ সরকারি ব্যাংকগুলো ৮৫ হাজার ৫২০ কোটি রুপি নিট মুনাফা করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৬৭ হাজার ৮৫০ কোটি রুপির তুলনায় ২৬ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে ভারতের পিএসবি রেকর্ড ১ লাখ ৪৬ হাজার কোটি রুপি নিট মুনাফা করেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের প্রবণতা অনুসরণ করলে আগের বছরের মুনাফার রেকর্ড ভঙ্গ হবে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরে ভারতের আর্থিক খাতের ‘রূপান্তরমূলক’ সিরিজ সংস্কার পদক্ষেপের উল্লেখ করা হয়। বিশেষ করে এনহ্যান্সড অ্যাকসেস অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স (ইএএসই) কাঠামোর অধীনে পরিষেবা উন্নয়নের সুফল পাচ্ছে ব্যাংকগুলো।
পিএসবির উন্নত পারফরম্যান্সে পেছনে রয়েছে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা। শীর্ষ পরিচালকদের নিরপেক্ষভাবে নির্বাচন নিশ্চিতের পাশাপাশি জাতীয়করণ হওয়া ব্যাংকে নির্বাহী নন এমন চেয়ারম্যান নিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে বাজারভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এর সঙ্গে উচ্চ মূলধন সংরক্ষণে পুঁজি ও ঝুঁকির ভারসাম্যভিত্তিক ক্যাপিটাল-টু-রিস্ক-ওয়েটেড-অ্যাসেটস রেশিও (সিআরএআর) শক্তিশালী হয়েছে।
পিএসবি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বাড়িয়েছে এবং গত তিন বছরে ৬১ হাজার ৯৬৪ কোটি রুপি বিতরণ করেছে, যা শুধু ব্যাংকগুলোর ক্রমবর্ধমান আর্থিক শক্তিমত্তারই লক্ষণ নয়, বরং প্রধান অংশীদার সরকারসহ স্টেকহোল্ডারদের দেয়া প্রতিশ্রুতিরও প্রতিফলন।
ভারতের পাবলিক সেক্টর ব্যাংকের অগ্রগতির সবচেয়ে আকর্ষণীয় সূচক হলো সম্পদের মানের ধারাবাহিক উন্নতি। গত সেপ্টেম্বরে গ্রস নন-পারফরমিং অ্যাসেট (জিএনপিএ) উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছিল ৩ দশমিক ১২ শতাংশে, যা ২০১৮ সালের মার্চে ছিল সর্বোচ্চ ১৪ দশমিক ৫৮ শতাংশ। একইভাবে নেট এনপিএ (এনএনপিএ) ১ শতাংশের নিচে নেমে এসেছে, যা লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের সাফল্যকে তুলে ধরে। এর মধ্যে রয়েছে কঠোর পুনরুদ্ধার প্রক্রিয়া, উন্নত ঋণ অনুমোদন মানদণ্ড ও হিসাব থেকে পূর্ববর্তী অকার্যকর ঋণের উল্লেখযোগ্য পরিমাণ কর্তন।
ভারতীয় ব্যাংকিং খাতে ২০১৫ সালে একটি বড় টার্নিং পয়েন্ট এসেছিল যখন অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) শুরু করে রিজার্ভ ব্যাংক, যা এনপিএর স্বচ্ছতা ও পুনর্গঠিত ঋণের পুনঃশ্রেণীকরণ বাধ্যতামূলক করে।
উন্নত আর্থিক ব্যবস্থার সঙ্গে খুচরা, এমএসএমই ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতজুড়ে ঋণ সম্প্রসারণে পাবলিক সেক্টর ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবুজ অর্থায়নে তাদের ক্রমবর্ধমান ভূমিকা ও ইএসজি-কেন্দ্রিক ঋণ ভারতের টেকসই লক্ষ্যগুলোর সঙ্গে সংগতিপূর্ণ।
![ভারতে সরকারি ব্যাংকে রেকর্ড মুনাফা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)