ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৪ | ৩:৬ পিএম
অনলাইন সংস্করণ
ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?
২৮ নভেম্বর, ২০২৪ | ৩:৬ পিএম
![ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/28/20241128150603_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
দুই দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার (২৭ নভেম্বর) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। সারা দিনে ৯৪টি ভারতীয় ট্রাকে ২,৫০২.৬ টন পেঁয়াজ এবং ১০৯টি ট্রাকে ২,৯৪২.১ টন আলু দেশে প্রবেশ করেছে। সোনামসজিদ বন্দরের অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) মাত্র ৩ ট্রাক আলু (৬২ টন) দেশে প্রবেশ করলেও পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর মঙ্গলবারও কোনো পণ্য প্রবেশ করেনি। আমদানি বন্ধের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানিতে বাধা দিয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় আমদানিকারক মাসুদুর রহমান জানান, পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষমাণ ট্রাকগুলো আপাতত রপ্তানির অনুমতি পেয়েছে। তবে পেঁয়াজ আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। স্থানীয় বাজারে এই আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার পর পেঁয়াজ ও আলুর দাম যথাক্রমে ১৫ টাকা এবং ১০ টাকা কেজি বেড়ে যায়।
বুধবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় সংশ্লিষ্টরা আশা করছেন, পণ্যের দাম আবারও স্থিতিশীল হবে। তবে এই আমদানি অব্যাহত থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
![ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)