ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০০:৩৭ পিএম

ভারত থেকে হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে

৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৪১ এএম

ভারত থেকে হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে

ছবি: সংগ্রহীত

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা এবং ভারত-বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পাশাপাশি চলবে।

 

 

তিনি বলেন, "দু'টি ইস্যুই সমান্তরালভাবে চলবে। শেখ হাসিনাকে ফেরত আনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। এই ইস্যুগুলোও এগিয়ে চলবে।"

 


উপদেষ্টা আরও জানান, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে। এই তিনটি দেশই বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকার তালিকায় থাকবে। নতুন বছরে বাংলাদেশের অগ্রাধিকারগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান এবং এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন অন্যতম।

 


রোহিঙ্গা ইস্যুতে এম তৌহিদ হোসেন রাখাইনের পরিস্থিতিকে "চ্যালেঞ্জিং" বলে উল্লেখ করেন। তিনি বলেন, "রাখাইনের বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে। তবে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফেরত পাঠানোই আমাদের মূল লক্ষ্য। অধিকার ও নিরাপত্তা ছাড়া তাঁরা ফেরত যেতে রাজি হবেন না।"

 


শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে আলোচনা চললেও বাংলাদেশ সরকার সমান্তরালে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে। রোহিঙ্গা সংকটের সমাধান এবং চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নতুন বছরের প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ভারত থেকে হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে