ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১১:১৪ পিএম

ভারত-বাংলাদেশ আস্থার সম্পর্ক গড়তে চাই: প্রণয় ভার্মা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩১ এএম

ভারত-বাংলাদেশ আস্থার সম্পর্ক গড়তে চাই: প্রণয় ভার্মা

ছবি: সংগ্রহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও আস্থার ভিত্তিতে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। ডিকাবের দুটি পৃথক প্রতিনিধি দল সম্প্রতি ভারতের আমন্ত্রণে দেশটি সফর শেষে ফিরে এলে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। সফরে ডিকাব সদস্যরা দিল্লিতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

 

প্রণয় ভার্মা উল্লেখ করেন, বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচার সত্ত্বেও ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক পথে অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভয়েস অব গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ দিয়েছেন। এই সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নতুন বাংলাদেশের বিষয়ে বিশ্বকে জানার সুযোগ পেয়েছেন।”

 

 

ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে প্রণয় ভার্মা আরও বলেন, “সম্পর্কের ধারা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আমাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন।”

 

 

ভার্মা জানান, গত ছয় মাসে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পেট্রাপোলে নতুন অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে নতুন একটি কার্গো গেট এবং বিশ্বমানের যাত্রী টার্মিনাল স্থাপন করা হয়েছে। এ ছাড়া, নেপাল ও ভুটান থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ চালু হয়েছে।

 

 

তিনি আরও বলেন, “জনগণের পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। জরুরি পণ্য সরবরাহসহ বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানির জন্য ভারতের তিনটি বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। আমাদের সম্পর্ক গঠনমূলক ও ইতিবাচক। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমরা সবসময় সহায়তা করে থাকি।”

 

 

ভার্মা বলেন, উভয় দেশের উন্নয়ন অভিন্ন স্বার্থে আবদ্ধ। “শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ যেমন ভারতের স্বার্থে; তেমনি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত বাংলাদেশের স্বার্থে। উভয় দেশের পারস্পরিক নির্ভরশীলতা কানেকটিভিটির মাধ্যমে আরও সুস্পষ্ট হয়েছে।”

 

ভারতীয় হাইকমিশনারের এই বক্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দিয়েছে।

ভারত-বাংলাদেশ আস্থার সম্পর্ক গড়তে চাই: প্রণয় ভার্মা