ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১৯:৪১ এএম

ভারত-বাংলাদেশ সীমান্তে 'জনশৃঙ্খলা বজায় রাখতে' আসাম সীমান্তে কড়াকড়ি, সান্ধ্যকালীন কারফিউ জারি

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্তে 'জনশৃঙ্খলা বজায় রাখতে' আসাম সীমান্তে কড়াকড়ি, সান্ধ্যকালীন কারফিউ জারি

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সীমান্তবর্তী আসাম রাজ্যের কাছাড় জেলায় সান্ধ্যকালীন কারফিউ জারি করা হয়েছে। অনুপ্রবেশ ও গবাদি পশু পাচার রোধে জেলা কর্তৃপক্ষ এই কড়াকড়ি আরোপ করেছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে 'জনশৃঙ্খলা বজায় রাখতে' এবং 'অবৈধ কার্যকলাপ রোধে' কাছাড় জেলার ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার অধীনে এই আদেশ জারি করেন।


নির্দেশিকা অনুযায়ী সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মাঝে ভারত-বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার এলাকার মধ্যে কোনও ধরনের গতিবিধি করা যাবে না।


এ ছাড়া কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার বেল্টের মধ্যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে চিনি, চাল, গম, ভোজ্য তেল এবং লবণের মতো জিনিসপত্র বহনকারী যানবাহন, গাড়ি বা রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

ভারত-বাংলাদেশ সীমান্তে 'জনশৃঙ্খলা বজায় রাখতে' আসাম সীমান্তে কড়াকড়ি, সান্ধ্যকালীন কারফিউ জারি