ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারত ব্যবসা-বাণিজ্যে সম্পর্ক নষ্ট করলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত
৭ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৮ পিএম
![ভারত ব্যবসা-বাণিজ্যে সম্পর্ক নষ্ট করলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/07/20241207154823_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ব্যবসা-বাণিজ্যে ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, তবে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, ভারত আমাদের কোনো কিছু বিনামূল্যে সরবরাহ করে না। তারা পণ্য ও পরিষেবা টাকার বিনিময়েই দেয়। গরু আমদানি বন্ধ করেও বাংলাদেশ বিকল্প উৎস খুঁজে নিয়েছে। সুতরাং, ব্যবসা-বাণিজ্য বন্ধ করলে ভারত নিজেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসার সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। কোনো সময়ে রাজনৈতিক কারণে সাময়িক সমস্যা দেখা দিলেও দীর্ঘমেয়াদে ভারত এই বাজার নষ্ট করতে চাইবে না।
ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফলে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। তাদের গুজব ছড়ানোর প্রবণতা টিআরপি বাড়ালেও ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
জাতীয় ঐক্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একত্রে বসার নজির খুবই বিরল। তবে সাম্প্রতিক সংকটকালীন সময়ে রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন ধর্মীয় নেতারা আলোচনায় অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ক্ষমতায় আসা দলগুলোও এই ধারা বজায় রাখবে।
ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে উপদেষ্টা ইমিগ্রেশন, যাত্রীদের লাগেজ স্ক্যানার মেশিন এবং পণ্য পরিমাপ স্কেলের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি পাসপোর্ট যাত্রীদের হয়রানি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন এবং বন্দরের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যে ভারসাম্য রক্ষা না করলে উভয় পক্ষই ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে ভারতের বাজারে বাংলাদেশের গুরুত্ব থাকায় সম্পর্কের টেকসই উন্নয়নের সম্ভাবনা রয়েছে।
![ভারত ব্যবসা-বাণিজ্যে সম্পর্ক নষ্ট করলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)