ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৪২:৪৫ পিএম

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

২৮ জানুয়ারি, ২০২৫ | ৯:২০ এএম

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

ছবি: সংগ্রহ

নিউজিল্যান্ড পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে। দেশটি তার ভ্রমণ ভিসার নিয়মে পরিবর্তন এনে, ভ্রমণকারীদের জন্য দূরবর্তী কাজ করার সুযোগ সৃষ্টি করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভ্রমণে থাকা পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত বিদেশি নিয়োগকর্তার জন্য অনলাইনে কাজ করতে পারবেন। তবে ৯০ দিনের বেশি সময় নিউজিল্যান্ডে থাকলে কর সংক্রান্ত কিছু জটিলতায় পড়তে হবে।

 

 

নিউজিল্যান্ড সরকারের নতুন নিয়মের উদ্দেশ্য হল দেশটিতে আরও বেশি 'ডিজিটাল নোমাড' বা 'ডিজিটাল যাযাবর' আনার সুযোগ সৃষ্টি করা। ডিজিটাল যাযাবররা এমন ব্যক্তি, যারা ভ্রমণের মধ্য থেকেও অনলাইনে কাজ করেন। এই নিয়মের ফলে, পর্যটকরা তাদের ভ্রমণের সময় বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

 

 

নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী, এরিকা স্ট্যানফোর্ড, জানান যে ২৭ জানুয়ারি (সোমবার) থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। তিনি বলেন, "এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাদের অবস্থানের সময় বাড়াতে পারবেন, এবং এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।"

 

 

নিউজিল্যান্ড সরকারের এই নতুন নিয়ম সব ধরনের ভিসার জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে পর্যটক ভিসা, দীর্ঘমেয়াদি ভিসা, এবং পরিবারের সদস্য বা সঙ্গী নিয়ে আসা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। তবে এই নিয়মে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজ অনুমোদিত হবে। যারা নিউজিল্যান্ডে শারীরিকভাবে উপস্থিত হয়ে কাজ করেন, তাদের জন্য আলাদা ভিসার প্রয়োজন হবে।

 

 

এ বিষয়ে মন্ত্রী স্ট্যানফোর্ড আরও বলেন, "আমি নিশ্চিত নই কতজন এই সুযোগ গ্রহণ করবেন, তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এখন এমন ব্যক্তিদের টার্গেট করছে, যারা ভ্রমণ এবং কাজ করার সুযোগ চান।"

 

 

 পরিপ্রেক্ষিতনিউজিল্যান্ডের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দার সম্মুখীন হয়, এবং সরকারের লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খোঁজা। এই নতুন নিয়মটি পর্যটন খাতে আরও অর্থ সঞ্চালন করতে সাহায্য করবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

নিউজিল্যান্ডের সরকার আশা করছে, নতুন নিয়মে বিদেশি পর্যটকরা দেশটিতে আরও বেশি সময় কাটাতে পারবেন, এবং দেশের অর্থনীতিতে নতুন ধরনের ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড