ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫ পিএম
অনলাইন সংস্করণ
ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায়
২১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫ পিএম
![ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায়](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/21/20241221112841_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের নাগরিকদের জন্য এক বড় সুখবর, যাদের আগে দিল্লি গিয়ে ভিসা নিতে হত, এখন তাদের জন্য ঢাকায়ই মিলবে বেশ কিছু দেশের ভিসা সুবিধা। সরকার পরিবর্তনের পর ভারতীয় হাইকমিশন কর্তৃক ভিসা কার্যক্রম সীমিত করে দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী এবং কর্মী ভিসা পেতে বিপাকে পড়েছিলেন। তবে এই পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে এবং ঢাকাতেই ভিসা আবেদনের সুযোগ বাড়াচ্ছে।
আরও পড়ুন
গত ১০ ডিসেম্বর থেকে ঢাকায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং স্লোভেনিয়া বা সুইডেনের শেনজেন ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ভি এফ এস গ্লোবালের মাধ্যমে এসব দেশের ভিসা আবেদন করা যাবে।
এছাড়া, বাংলাদেশের নাগরিকরা তৃতীয় দেশের দূতাবাসেও বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, রোমানিয়ায় শিক্ষার্থীরা থাইল্যান্ড এবং ভিয়েতনামে দূতাবাসে আবেদন করতে পারবেন। এছাড়া, ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসা আবেদন করা যাবে।
মেক্সিকোও সম্প্রতি এই সুবিধা ঘোষণা করেছে, যাতে বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে জরুরি ভিসা প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা যতটা সম্ভব জরুরি ভিসা দিচ্ছি, তবে পর্যটক ভিসার কার্যক্রম শুধুমাত্র লোকবল বৃদ্ধি পেলে চালু করা সম্ভব হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রফিকুল আলম জানিয়েছেন, ঢাকায় ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেছে এবং বিদেশে বাংলাদেশিদের ভিসা পেতে সহায়ক ব্যবস্থা চালু করার জন্য আলোচনা করছে।
এছাড়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা সুবিধা বাংলাদেশে চালুর জন্য কাজ চলছে। বুলগেরিয়া সরকার জানিয়েছে, তারা জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করবে।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পেতে যাতায়াতের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বিদেশে পড়াশোনা বা কাজের উদ্দেশ্যে যাতায়াতের ক্ষেত্রে এখন ঢাকাতেই বেশ কিছু দেশের ভিসা সহজেই পাওয়া যাবে, যা দেশের নাগরিকদের জন্য একটি বড় সুবিধা।
![ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)