ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:০২:১৮ পিএম

ভোগ্যপণ্য ব্যবসা থেকে সরে যাচ্ছে আদানি, নজর অবকাঠামো খাতে

৪ জানুয়ারি, ২০২৫ | ১২:১৬ পিএম

ভোগ্যপণ্য ব্যবসা থেকে সরে যাচ্ছে আদানি, নজর অবকাঠামো খাতে

ছবি: সংগ্রহ

ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের উইলমার ইন্টারন্যাশনালের সঙ্গে ভোগ্যপণ্য ব্যবসার যৌথ উদ্যোগ থেকে বেরিয়ে আসতে চুক্তি করেছে। এ চুক্তির মাধ্যমে আদানি গ্রুপ উইলমার ইন্টারন্যাশনালকে ২০০ কোটি ডলারে তার অংশীদারি বিক্রি করবে।

 

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে উইলমার ইন্টারন্যাশনাল আদানি গ্রুপের ৩১ শতাংশ শেয়ার গ্রহণ করবে। শেয়ার প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩০৫ রুপি, যা গত সোমবারের ক্লোজিং রেট থেকে ৭ দশমিক ২ শতাংশ কম। এর ফলে চুক্তির মোট মূল্য দাঁড়িয়েছে ১৪৪ কোটি ডলার।

 

 

আদানি গ্রুপ এর পাশাপাশি তার ভোজ্য তেল ব্যবসার অবশিষ্ট ১৩ শতাংশ শেয়ারও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, যার প্রায় ১২ শতাংশ শেয়ার ইতিমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, আদানি গ্রুপ দীর্ঘদিন ধরেই এই ভোগ্যপণ্য ব্যবসা থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল, কারণ এটি তাদের মূল অবকাঠামো খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডিআরচোকসি ফিনসার্ভের ব্যবস্থাপনা পরিচালক দেবেন চোকসি এই বিষয়ে বলেন, “আদানি গ্রুপ এর আগে থেকেই এই ব্যবসা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছিল, এবং এটি তাদের কৌশলগত দিক থেকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত।”

 

 

গত নভেম্বরে গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনে, যা আদানি গ্রুপের বিরুদ্ধে একটি বড় আইনি লড়াইয়ের সূচনা করে। তবে, আদানি গ্রুপ এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। এর পরিপ্রেক্ষিতে ফরাসি তেল কোম্পানি টোটাল এনার্জি তাদের বিনিয়োগ স্থগিত করেছে, এবং আদানি গ্রিন একটি ৬০ কোটি ডলারের বন্ড ইস্যু বাতিল করেছে।

 

 

আদানি গ্রুপ জানিয়েছে, ভোগ্যপণ্য ব্যবসার শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ অবকাঠামো খাতের উন্নয়নে ব্যবহৃত হবে। গ্রুপটি ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি, কয়লা, বিমানবন্দর, প্রতিরক্ষা, মহাকাশ ও সিমেন্টসহ বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করেছে।

 

 

উইলমার ইন্টারন্যাশনাল এ চুক্তি অর্থায়ন করতে অভ্যন্তরীণ তহবিল এবং ব্যাংক ঋণের সাহায্য নেবে। তারা আরও জানিয়েছে, আদানি উইলমারের জন্য নতুন কৌশলগত বিনিয়োগকারীদের খুঁজতে সহায়তা করবে।

 

 

আদানি-উইলমার ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি শীর্ষ ভোজ্য তেল ও খাদ্যপণ্য প্রতিষ্ঠান। তাদের ১৫টি শহরে মোট ২৪টি কারখানা রয়েছে।

 

 

উইলমার ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে কৃষিপণ্য ব্যবসায় ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা তাদের ভবিষ্যত বাণিজ্য পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

চুক্তির ঘোষণা পর, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।

ভোগ্যপণ্য ব্যবসা থেকে সরে যাচ্ছে আদানি, নজর অবকাঠামো খাতে