ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ মার্চ, ২০২৫ | ৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ভোমরা স্থলবন্দরে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব
৯ মার্চ, ২০২৫ | ৩:২৪ পিএম

ছবি: সংগ্রহ
চলতি অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে বন্দরে পণ্য আমদানিতে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকা বেশি বেড়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরের জন্য ভোমরা বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। কিন্তু বন্দরটিতে ওই লক্ষ্য অতিক্রম করে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি।
গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা, আর রাজস্ব আদায় হয়েছিল ৫০৮ কোটি ৪ লাখ টাকা। এর ফলে চলতি অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, "পণ্য আমদানি কমলেও রাজস্ব বেড়েছে। তবে যদি ব্যবসায়ীরা সব ধরনের পণ্য আমদানি করতে পারতেন, তবে রাজস্ব আয় আরও অনেক বেশি হতে পারত। কিন্তু ভোমরা বন্দরে ব্যবসায়ীরা অনেক পণ্য আমদানি করতে পারেন না।"
তিনি আরও বলেন, "ভোমরা বন্দর অন্যান্য বন্দরের তুলনায় অনেক বৈষম্যের শিকার। বিশেষত বেনাপোল বন্দরের তুলনায় এখানে ব্যবসায়ীরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। তবে ভোমরা বন্দরের চমৎকার যোগাযোগ ব্যবস্থা এবং পণ্যবাহী পরিবহনের জন্য সহজ প্রবাহ থাকায় এটি অত্যন্ত সম্ভাবনাময়।"
ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমস ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, "আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করছি। ব্যবসায়ীদের সেবা প্রদান এবং অনৈতিক কার্যকলাপ রোধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি।"
এভাবে, যদিও ভোমরা বন্দরে পণ্য আমদানি কিছুটা কমেছে, তবে রাজস্ব আয় বৃদ্ধি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দরটির সক্ষমতা এবং ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টাকে তুলে ধরছে।
