ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৪ | ৯:৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভোমরা স্থলবন্দরে সেপ্টেম্বরে রাজস্ব আয় ৩২৭ কোটি টাকা
২০ অক্টোবর, ২০২৪ | ৯:৫ এএম
![ভোমরা স্থলবন্দরে সেপ্টেম্বরে রাজস্ব আয় ৩২৭ কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/20/20241020090448_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
রাজনৈতিক প্রভাব বিস্তার আর অবৈধ চাঁদাবাজি না থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্যের গতি বেড়েছে। অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫২৪ দশমিক ৮৭২ মেট্রিক টন দেশীয় পণ্য রপ্তানি হয় ভারতের বাজারে। রপ্তানি হওয়া পণ্য থেকে দেশীয় মুদ্রায় ৩২৭ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা অর্জন করে সরকার।
ভোমরা স্থল শুল্ক স্টেশনের বিদায়ি ডেপুটি কমিশনার এনামুল হক জানান, দেশীয় পণ্য রপ্তানিতে ভোমরা বন্দরটির অধিকতর গুরুত্ব রয়েছে। আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে রপ্তানি বাণিজ্য অনস্বীকার্য অর্থনীতির চাকা সচল রাখতে গতিশীল হচ্ছে। তিনি জানান, আগের তুলনায় এ বন্দরে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ।
রপ্তানিকারক ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পণ্যের প্রচুর চাহিদা রয়েছে ভারতের বাজারে। শিশুখাদ্য থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য রপ্তানি করা হচ্ছে। প্রতিনিয়ত দেশীয় পণ্য রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকলে সরকার এ বন্দর থেকে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
![ভোমরা স্থলবন্দরে সেপ্টেম্বরে রাজস্ব আয় ৩২৭ কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)