ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ৯:১০ এএম
অনলাইন সংস্করণ
ভ্যাট বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যে পড়বে না : এনবিআর
৫ জানুয়ারি, ২০২৫ | ৯:১০ এএম
![ভ্যাট বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যে পড়বে না : এনবিআর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105091017_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সম্প্রতি রাজস্ব আদায়ের লক্ষ্যে কিছু পণ্যের ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, এই সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর অন্তর্ভুক্তি নেই, ফলে সাধারণ জনগণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতির ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে এনবিআর নিশ্চিত করেছে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ এনবিআরের নজরে এসেছে। এনবিআর জানায়, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর ওপর শুল্ক ও কর হারে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। গত চার মাসে চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্য তেল, কীটনাশকসহ আটটি নিত্যপণ্য আমদানি, স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে শুল্ক, ভ্যাট এবং আয়কর ছাড় পেয়েছে। এর ফলে রাজস্ব আদায় কমেছে।
এনবিআর আরও জানায়, দেশে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এসডিজি বাস্তবায়ন এবং দেশের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বর্তমানে ভ্যাটের আওতা বৃদ্ধি এবং হার যৌক্তিকীকরণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে বিভিন্ন খাত থেকে রাজস্ব বাড়ানোর জন্য কিছু পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, আয়কর ব্যবস্থায়ও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসা যায় এবং আয়কর অব্যাহতির বিধান বাতিল ও সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনবিআরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই সব পদক্ষেপের ফলে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই, এবং বাজারে মূল্যস্ফীতির ওপর কোনো প্রভাব পড়বে না।
- ট্যাগ সমূহঃ
- ভ্যাট
- বৃদ্ধির
- প্রভাব
- নিত্যপণ্যে
![ভ্যাট বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যে পড়বে না : এনবিআর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)