ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
মংডু দখল, বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে
১০ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৮ পিএম
![মংডু দখল, বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে](https://i.vatbondhu.com/images/original/2024/12/10/20241210122800_original.gif)
ছবি: সংগ্রহ
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশটির মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানা যায়।
আরও পড়ুন
মূলত, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে তুমুল লড়াইয়ের শেষ দিকে এসে গতকাল রবিবার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। আজ সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়।
ইরাবতী প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মি দাবি করেছে, গতকাল রবিবার সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ লক্ষ্য করে হামলা চালানো হয়। মংডু শহরের বাইরে তারা অবস্থান করছিল। তারা দাবি করে, তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বিরুদ্ধে হামলা চালিয়েছে। পরিশেষে তারা ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে।
রাখাইন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, মংডুতে লড়াইয়ের পর আজ সোমবার আরকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড ১৫–এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করে। এর বাইরে ৮০ রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকেও গ্রেপ্তার করেছে এই আরাকান আর্মি।
গত মে মাসের শেষ দিকে আরাকান আর্মি মংডুতে হামলা শুরু করে। এই মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের ছয় মাস সময় লেগেছে।
শহর নিয়ন্ত্রণ প্রসঙ্গে আরাকান আর্মির দাবি, বাংলাদেশ সীমান্তের তিনটি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের বুথিডং ও শিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা।
এদিকে রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন করলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা কমবে।’
সামরিক ওই বিশ্লেষক আরও বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকারকে বিদ্রোহী সেনাবাহিনীর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করতে হবে।
রাখাইন অধিবাসীর দুর্দশার বিষয়ে গত মাসে জাতিসংঘের তথ্য থেকে জানা যায়, রাখাইনে ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। মূলত, জান্তার পক্ষ থেকে এসব রাজ্যে যাওয়ার জন্য সড়কপথ ও নৌপথ অবরোধ করে রাখায় আন্তর্জাতিক মানবিক সহায়তাসহ খাদ্য, জ্বালানি ও ওষুধ ওই এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এ মুহুর্তে আরাকান আর্মি দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে বলে জানা যায়। ইতোমধ্যে আন শহরে ৩০টি জান্তা ঘাঁটি দখলও করে নিজেরদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। ধাপে ধাপে অন্যান্য শহরগুলোতেও এগিয়ে যাচ্ছে এই আরাকান বাহিনী।
মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আরাকান আর্মি গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টির নিয়ন্ত্রণে নিয়েছে।
![মংডু দখল, বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)