ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:১৭:৪৬ পিএম

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার

৩০ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৩ পিএম

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার

ছবি: সংগ্রহীত

আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশে ব্যাংক হলিডে পালিত হবে। এ উপলক্ষে দেশের শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

 

ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার দেশের সব ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। যেহেতু শেয়ারবাজারের লেনদেন ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই এদিন শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

 

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, ব্যাংক হলিডের পরদিন অর্থাৎ বুধবার (১ জানুয়ারি) থেকে শেয়ারবাজারে নিয়মিত লেনদেন পুনরায় শুরু হবে।

 

ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন বন্ধ থাকার বিষয়টি দেশের অর্থনৈতিক কার্যক্রমে একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাতে তারা শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে সঠিক সময়ে অবগত থাকতে পারেন।

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার